কোর্সটিতে জয়েন করার পর অবশ্যই কোর্সে দেওয়া সকল এসাইনমেন্ট কমপ্লিট করতে হবে এবং সময়মত জমা দিতে হবে। ক্লাস শুরু হবার পর কোর্সের মাঝামাঝি এসে কোনোভাবেই কোর্সের টাকা রিফান্ডযোগ্য নয় ।
সকল এসাইনমেন্ট এবং টাস্ক সফলভাবে সম্পন্ন করার তিন মাসের মধ্যে যদি ইনকাম জেনারেট না হয় তাহলে অবশ্যই কোর্সের টাকা রিফান্ডযোগ্য। সেক্ষেত্রে আমাদের ইমেইল এড্রেস earningstepbd@gmail.com এ মেইল করার ৭-১০ দিনের মধ্যে আপনার রিফান্ড পৌছে যাবে ।